ভারত꧒-পাকিস্তান মানেই একে অন্যের ঘাড়ে দোষ চাপানো। নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার পর থেকে এই বিষয়টা যেন চলে আসছে আরও সামনে। ভারতীয় ক্রিকেটের উন্নতির আসল কারণই নাকি পাকিস্𒐪তান। এবার এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান রমিজ রাজা।
পাকিস্তান কꦗ্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেন, “পাকিস্তানের ভালো ভালো পরিকল্পনাগুলো🍌 কাজে লাগাচ্ছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। আর এজন্যই এত উন্নতি হচ্ছে ভারতের।”
ভারতের বর্তমান কোচ পাকিস্তান ক্রিকেটের ভক্ত জানিয়ে রমিজ রাজা বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেট দলের যত ভালো ভালো পরিকল্পনা ছিল, সেগুলো পরের দিকে ভার♎তীয় দলে দেখা গিয়েছে। সেগুলো ভারত নিয়েছে। যেহেতু রবি শাস্ত্রী এখন ভারতীয় দলে♊র কোচ, এটা হতোই। কারণ শাস্ত্রী বরাবরই পাকিস্তান ক্রিকেটের ভক্ত।’’
পাকিস্তানের দলের সবাই অনেক পরিশ্রমী আর তা🦹রা সহজেই হাল ছেড়ে দিত না জানিয়ে রমিজ রাজা বলেন, ‘‘আমাদের দলটা খুব পরিশ্রমী ছিল। যাদের কম প্রতিভা ছিল, তারাও যাতে ১০০ শতাংশ দেয়, সেটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা সহজে হাল ছেড়ে দিতাম না। ভারতও সেই রাস্তায় হেঁটেছে। অনেক পরিশ্রম করেছে, ওদের প্রথম শ্রেণির ক্রিকেটের মান উল্লেখ করার মতো উন্নত হয়েছে।’’
ভারত তাদের পরিকল্পনাগুলো কাজে লাগিয়ে সফল হলেও ভারতের 🌺জায়গায় পৌঁছাতে আরও কয়েক বছর সময় লাগবে পাকিস্তানের। এ বিষয়ে রমিজ রাজা বলেন, ‘‘ভারতের জায়গায় পৌঁছতে গেলে 🐷আমাদের আগামী তিন-চার বছরে অনেক কিছু করতে হবে।’’